জাতীয়

সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা নিতে মানতে হবে যেসব নিয়ম

সরকারি কর্মচারী হাসপাতালে কর্মচারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অনেক নাগরিক প্রতারণাপূর্বক সরকারি কর্মচারী হিসেবে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করছে।

এ অনৈতিক সেবা গ্রহণ ঠেকাতে সরকারি কর্মচারীদের বেশকিছু কাগজপত্র দেখানো বাধ্যতামূলক করেছে হাসপাতাল কর্তৃকপক্ষ। এ বাধ্যবাধকতা মেনে চলতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগে সম্প্রতি চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারী হাসপাতাল কর্মচারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণে ১৯৭৮ সাল থেকে কাজ করছে। এ হাসপাতাল থেকে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি নাগরিকদেরও সেবামূল্য প্রদান সাপেক্ষে চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে।

সরকারি কর্মচারীদের জন্য সেবামূল্য প্রদান করতে হয় না বিধায় অনেক নাগরিক প্রতারণাপূর্বক সরকারি কর্মচারী হিসেবে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করছে। এ অনৈতিক পন্থায় সেবাগ্রহণ ঠেকাতে হাসপাতাল থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

সরকারি কর্মচারী হাসপাতালে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসাসেবা গ্রহণের জন্য আগত সরকারি কর্মচারীদের জন্য বৈধ প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক হলেও অনেকে অনীহা প্রকাশ করে থাকেন। অনেক ক্ষেত্রে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়ে কর্তব্যরত কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করেন। ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

তাই সরকারি কর্মচারী হাসপাতাল নীতিমালা, ২০১৮ অনুযায়ী এ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে আবশ্যকীয়ভাবে যেসব কাগজপত্র দেখাতে হবে সেগুলো হচ্ছে- সরকারি চাকরীজীবীদের ক্ষেত্রে অফিসিয়াল আইডি কার্ড। বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদপত্র, এনআইডি কার্ড এবং তার স্ত্রীর ক্ষেত্রে এনআইডি কার্ড।

প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজকল্যাণ বিভাগ প্রদত্ত আইডি কার্ড, এনআইডি কার্ড বা জন্মসনদপত্র এবং রোগীর উপর নির্ভরশীলদের ক্ষেত্রে বৈধ প্রাতিষ্ঠানিক যথা : সরকারি কর্মচারীর অফিসিয়াল আইডি কার্ড এবং জন্মসনদপত্র বা এনআইডি কার্ড। আইডি কার্ড না থাকলে সংশ্লিষ্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকত প্রত্যয়নপত্র।

বর্ণিত অবস্থায়, সরকারি কর্মচারী হাসপাতাল থেকে সরকারি কর্মচারীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে উপরিউক্ত আবশ্যকীয় কাগজপত্র প্রদর্শনসহ চিকিৎসাসেবা গ্রহণের লক্ষে স্ব স্ব মন্ত্রণালয়ের দফতর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অবহিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হয়েছে।

এমইউএইচ/এএইচ/জেআইএম