সিরাজগঞ্জ সদর উপজেলায় একদিনে ছয় স্কুলছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেছেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। শুক্রবার (১৩ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়।
প্রথমে বিকেল ৪টায় সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নের ধীতপুর গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী (১৩), বিকেল ৫টায় বাগবাটি ইউনিয়নের কানগাতী গ্রামে দশম শ্রেণির ছাত্রী (১৬), সন্ধ্যা ৬টায় বাগবাটি ইউনিয়নের বাগবাটি গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী (১৪), রাত ৮টায় কালিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী (১৩), রাত ৯টায় শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রী (১৩) এবং রাত ১০টায় বাগবাটি ইউনিয়নের মালিগাতী গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, শুক্রবার দুপুরে থেকে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। বিয়েগুলো বন্ধ করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। প্রত্যেক কনের বাবার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।
বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন সদর থানা পুলিশের এসআই আজিম, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নূরে এলাহী প্রমুখ।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ