দেশজুড়ে

আখাউড়ায় গাঁজাসহ কনস্টেবল-সিপাহী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় গাঁজাসহ এক পুলিশ সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের আজমপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা তাদের আটক করেন।

আটকরা হলেন- ঢাকার দক্ষিণ লালবাগ থানার কনস্টেবল মো. আসাদুল্লাহ (৪২) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিলেট রেলওয়ে ফাঁড়ির সিপাহী সুমন চন্দ্র বিশ্বাস (৩৬)।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর বিওপির একটি টহল দল আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় আধা কেজি গাঁজাসহ কনস্টেবল আসাদুল্লাহ ও সিপাহী সুমনকে আটক করা হয়। তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দেয়া হয়েছে। মামলাটি নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ