ভোলার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৭০ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকৃত ইলিশের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
সোমবার (১৬ মার্চ) বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. মেহেদী হাসান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উলানিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী আলাপসার লঞ্চটিকে মেঘনা নদীতে তল্লাশি করা হয়। এ সময় লঞ্চটিতে ৭০ মণ জাটকা ইলিশ পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে ভোলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমকেএইচ