মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় বারের মতো বাচ্চা দিয়েছে মেছো বাঘ দম্পতি। বৃহস্পতিবার রাতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ২টি বাচ্চা প্রসব করে মেছো বাঘ যুগল। এর আগে ২০১৬ সালে দুইটি এবং ২০১৭ সালে ১টি বাচ্চা দেয়।
বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ২০১২ সালে উপজেলার মির্জাপুর এলাকার ধান খেত থেকে ৩টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১টি মারা যায় এবং দুইটি বেঁচে থাকে।
তাদের থেকে প্রথম বার ২০১৬ সালে দুইটি এবং ২০১৭ সালে একটি মেছো বাঘের ছানা পাওয়া যায়। সর্বশেষ গতকাল রাতে ২টি বাচ্চা দিয়েছে। বাচ্চা দুটি সুস্থ আছে। বড় হলেই বনে অবমুক্ত করা হবে।
রিপন দে/এফএ/এমএস