শিক্ষা

অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ সোমবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আগামী ১২ অক্টোবর সোমবার রাত ৮টায় প্রকাশ করা হবে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd / www.nubd.info) এবং যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu h1 reg. No লিখে ১৬২২২ নম্বরে Send করে পাওয়া যাবে।এ পরীক্ষা গত ২১ মে শুরু হয়ে ৬ জুলাই শেষ হয়। এছাড়া ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ১৭ সেপ্টেম্বর। এ পরীক্ষায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ৫৫৭টি অনার্স কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে সর্বমোট ১,৮০,৫১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।আমিনুল ইসলাম/এআরএ/পিআর