কোয়ারেন্টাইনের নিয়ম না মানায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক ইতালিফেরত প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ মো. শামছুজ্জোহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত প্রবাসী গাড়াদহ ইউনিয়নের চর নবীপুর গ্রামের বাসিন্দা।
ইউএনও শাহ মো. শামছুজ্জোহা বলেন, বেশ কিছুদিন আগে ইতালি থেকে দেশে ফিরেছেন ওই ব্যক্তি। তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। কিন্তু তা মানছিলেন না তিনি। দুদিন আগেও তাকে সতর্ক করা হয়েছিল। তারপরও বাইরে ঘোরাঘুরি করছিলেন। শনিবার দুপুরে বাইরে ঘোরাঘুরি করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম