সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ছেলে আতিকুর রহমান রাহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান।
তিনি বলেন, শুক্রবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সৎপুরে অভিযান চালিয়ে রাহেলকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার সকালে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামে ছেলে রাহেল গাছ কাটতে গেলে বাবা করিম খান ও মা মিনারা বেগম বাধা দেন।
এ সময় তাদের সঙ্গে ছেলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাহেল কুড়াল দিয়ে কুপিয়ে মা-বাবাকে জখম করে। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে রাহেল পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই বাবা করিম খান (৬০) মৃত্যুবরণ করেন। স্থানীয়রা মিনারা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ছামির মাহমুদ/এএম/এমকেএইচ