করোনার প্রভাবে কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তাদের জন্য ‘আহার’ নামে একটি প্রজেক্ট হাতে নেয় ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক ভিত্তিক একটি সংগঠন। ‘বাউনবাইরার কতা’ নামে ওই সংগঠনের সদস্যরা নিজেদের যাকাতের প্রায় সাড়ে তিন লাখ টাকার খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। বুধবার সকালে জেলা সদরের সাড়ে তিনশ কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে সংগঠটনটি।
নিরাপদ দূরত্ব বজায় রেখে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট মাঠে কর্মহীন মানুষের হাতে খাদ্যসামগ্রীগুলো দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।
‘বাউনবাইরার কতা’ সংগঠনের সভাপতি ডা. মাহবুবুর রহমান এমিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, সাংবাদিক উজ্জল চক্রবর্তী ও আহার প্রজেক্টের সমন্বয়ক সোহেল রানা ভূইয়া।
এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাসের থাবায় সারাবিশ্বেই খেটেখাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোও খেটেখাওয়া এসব মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বৈশ্বিক এই দুর্যোগে এটিই আমাদের শক্তি। আমরা সবাই মিলে বৈশ্বিক এই দুর্যোগের মোকাবেলা করব এবং জয়ী হব।
আবৃত্তিশিল্পী আব্দুল বাছির দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘বাউনবাইরার কতা’ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আহার প্রজেক্টের আওতায় প্রতিজনকে আট কেজি চাল, তিন কেজি আটা, চার কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ, আড়াইশ গ্রাম রসুন, সাবান ও একটি মাস্ক দেয়া হয়।
সংগঠনের সভাপতি ডা. মাহবুবুর রহমান এমিল বলেন, যাকাতের টাকাগুলোর যথাযথ ব্যবহার দেখানোর জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ২০ জনকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে খাদ্যসামগ্রী হস্তান্তর করেছি। বাকিগুলো আমাদের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। দ্বিতীয় ধাপে আহার প্রজেক্টের আওতায় আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি যাবেন আমাদের সদস্যরা।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম