দিনাজপুরের নবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাদুরিয়া বাজারের অদুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রত্নাদীঘি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ ওই এলাকার পাকুড়িয়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে হারুন নিজ মোটরসাইকেল নিয়ে ঝালায়ের দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে ভাদুরিয়া বাজারের অদুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রত্নাদিঘিতে বিপরীত দিক থেকে আসার দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় হারুনকে উদ্ধার করে স্থানীয় ভাদুরিয়া বাজারে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি অশোক কুমার চৌহান বলেন, নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা নেয়া হবে। তবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ