দেশজুড়ে

ছুটিতে এলাকায় গিয়ে বন্ধুর হাতে জীবন গেল মাদরাসাছাত্রের

করোনাভাইরাস প্রতিরোধে ঘোষিত ছুটিতে বাড়িতে এসে টাকা লেনদেন নিয়ে বিরোধের জের ধরে বন্ধুর হাতে নিহত হলো শামীম হোসেন (১৮) নামে এক মাদরাসা ছাত্র।

গতকাল বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউপির পারকুন্ডা গ্রামে একটি ভুট্টক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামীম হোসেন পারকুন্ডা দীঘিয়া গ্রামের শামসুল আলমের ছেলে এবং ঢাকার ফুলবাড়িয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র।

পুলিশ জানায়, নিহত শামীম করোনার ছুটিতে ঢাকা থেকে বাড়িতে ফিরে এবং ঘাতক হাসান আলীও শহরের মাদরাসা থেকে বাড়ি ফেরে। তাদের মধ্যে ৯ হাজার টাকা নিয়ে বিরোধ ছিল। গত বুধবার (৮ এপ্রিল) রাতে শামীম নেকমরদ বাজারে বেড়াতে গেলে আর বাড়ি ফিরেনি। স্বজনরা খোঁজাখুঁজি করে তাকে না পেলেও রাত এগারোটায় শামীমের মরদেহ বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে দেখতে পেয়ে থানায় জানালে পুলিশ গিয়ে উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার বন্ধু হাসান আলীকে (১৯) গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় মামলার তদন্তকারী কর্মকর্তা রানীশংকৈল থানার ওসি (তদন্ত) খায়রুল আলম ডন।

হাসান আলী একই এলাকার মৃত নুর মোহাম্মদ চোথা মিয়ার ছেলে। তিনি ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া হাফেজিয়া মাদরাসায় লেখাপড়া করেন।

রাণীশংকৈল থানা পুলিশের ওসি (তদন্ত) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় জড়িত থাকায় পুলিশ হাসান আলী নামে একজনকে গ্রেফতার করেছে। সে দোষ স্বীকার করে বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএএস/এমকেএইচ