বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং বিহারের অধ্যক্ষ ও বৌদ্ধ ধর্মীয় গুরু উপঞঞাজোত মহাথেরো আর নেই। উপঞঞাজোত মহাথেরোর এর প্রকৃত নাম উ চ হ্লা ভান্তে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
সোমবার সকালে (১৩ এপ্রিল) চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানে অবস্থানরত বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অং চালু।
তিনি জানান, শুক্রবার (১০ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার সকালে তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।
এদিকে উ চ হ্লা ভান্তের মৃত্যুর খবরে তিন পার্বত্য জেলাসহ সারাদেশের বৌদ্ধ সম্প্রদায় ও ভক্তদের মাঝে গভীর ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, উপঞঞাজোত মহাথেরো ১৯৫৫ সালের ২২ ডিসেম্বর বান্দরবান পার্বত্য জেলার রাজপরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালের ৭ জুন চিংম্রং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উপন্ডিত মহাথের কাছে প্রব্রজ্যা গ্রহণ (গৃহজীবন ত্যাগ) করে সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত হন। এর ছয় মাস পরই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে তিনি উপসম্পদা (ভিক্ষুত্ব) গ্রহণ করেন ।
১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ১৯৮২ সালে এলএলএম এবং ১৯৮৩ সালে বিসিএস পাস করেন। বিসিএস ক্যাডার হিসেবে তিনি সিনিয়র ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করেন। মাত্র ১২ বছর তিনি কর্মজীবনে ছিলেন।
২০০২ সালে জুলাই মাসে অনাথ ও দরিদ্রদের জন্য বি হ্যাপি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করেন। এছাড়াও বুদ্ধ ধাতু জাদি (স্বর্ণ মন্দির) এবং রাম জাদির প্রতিষ্ঠাতাও তিনি। এছাড়া তিনি ভারতের বুদ্ধগয়া, মিয়ানমার ও থাইল্যান্ডে বৌদ্ধ মন্দির স্থাপন করেছেন।
সৈকত দাশ/আরএআর/এমকেএইচ