কলকাকাতার সিনেমার জনপ্রিয় নায়িকা ও সাংসদ নুসরাত জাহানের বাবা শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে প্রচণ্ড জ্বর নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
এদিকে গুঞ্জন উঠেছে, জ্বরের সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যাও শুরু হয়েছে তার। তবে নুসরাত জাহান তার বাবার কোনো শ্বাস কষ্ট নেই বলে জানিয়েছেন।
নুসরাত বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বাবার অন্য কোনো শারীরিক সমস্যা নেই, পাশাপাশি এখন জ্বর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এছাড়া প্রাথমিকভাবে তার করোনা সংক্রমণের কোনো লক্ষণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।'
জানা গেছে, নুসরাতের বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী। সেই কারণেই জ্বরের ওষুধ কাজ করছিল না, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইনসুলিন দেওয়ার পর তিনি সুস্থ আছেন।
এমএবি/এমকেএইচ