দেশজুড়ে

পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে ইতি রানী (৩০) নামে এক স্বাস্থ্যকর্মীর (সিএইচসিপি) মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চান্দোয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইতি রানী পার্বতীপুর উপজেলার খামারপাড়া এলাকার সিএইচসিপি মৃনাল কান্তির স্ত্রী।

জানা যায়, সকালে নিহত ইতি রানী দূর্গাপুর খামারপাড়া গ্রামের বাড়ি থেকে রিকশাযোগে কর্মস্থল পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় রিকশাটি চান্দোয়াপাড়া মোড়ে এসে পৌঁছালে একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি আহত হন।

আহত অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তবরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথের রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৌঁছালে তার মৃত্যু হয়।

পার্বতীপুর থানা পুলিশের ওসি তদন্ত সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএএস/এমএস