দেশজুড়ে

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ১০ জন

ভারতে আটকে পড়া আরও ১০ জন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে দেশে ফেরেন তারা।

তাদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। চেকপোস্ট থেকে তাদেরকে জেলার বিজয়গর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ওই ১০ বাংলাদেশি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ইমিগ্রেশন সম্পন্ন করে তাদেরকে শূন্যরেখায় রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগে খবর দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এসে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবেন।

এর আগে ভারতে আটকে পড়া ছয়জন বাংলাদেশি গত ৭ এপ্রিল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস