দেশজুড়ে

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার সকাল ১০টায় সেতাবগঞ্জ চিনিকলের গেটে এ সংবাদ সম্মেলন করা হয়।

সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের পক্ষে চার দফা দাবি তুলে ধরেন সেতাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপিত প্রশান্ত কুমার চৌহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সরকার।

তারা বলেন, তিন মাসের বেতন বকেয়া রয়েছে। অবিলম্বে চলতি মাসসহ চার মাসের বেতন দিতে হবে। অবসরপ্রাপ্তদের অবসরভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ করতে হবে। মঞ্জুরি কমিশনের এরিয়া বিল দিতে হবে। শ্রমিক কর্মচারীদের রেশন চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে সেতাবগঞ্জ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপিত প্রশান্ত কুমার চৌহান, সাবেক সভাপতি আমজাদ হোসেন, সহসভাপতি এবিএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সরকার, যুগ্ম সম্পাদক করিম আলী, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, দফতর সম্পাদক রফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মিল সূত্রে জানা যায়, সেতাবগঞ্জ চিনিকলে স্থায়ী ৩৪৩ জন ,মৌসুমি ২৬০ জন, চুক্তি ও মাস্টার রোল ২৯৫ জনসহ মোট ৯৩৫ জন শ্রমিক কর্মচারী রয়েছেন। এদের মধ্যে শ্রমিক কর্মচারীদের তিন মাসের বেতন ও মৌসুমি শ্রমিকদের ৪২ দিনের মধ্যে ৩১ দিনের মজুরি বকেয়া রয়েছে। তাদের তিন মাসের বকেয়া বেতন এবং মৌসুমি শ্রমিকদের মজুরি পরিশোধে জরুরি ভিক্তিতে পাঁচ কোটি টাকার প্রয়োজন।

এমদাদুল হক মিলন/এএম/এমকেএইচ