দেশজুড়ে

ফেনীতে জ্বর-শ্বাসকষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

ফেনীর দাগনভূঞা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে বজলুর রহমান (৬৮) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে মৃত্যু হলে মুয়াজ্জিনের বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়।

বজলুর রহমান জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়ির পাশের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি গত কয়েক দিন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত জানান, উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই মুয়াজ্জিন বেশ কিছুদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল কিনা তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ির আশপাশের ৫টি বাড়ি লকডাউন করে বিশেষ ব্যবস্থায় তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

রাশেদুল হাসান/এফএ/পিআর