দেশজুড়ে

জমি মাপের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে হাফেজ আব্দুল ওয়াহেদ শিমুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা সদরে থানার পেছনে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত শিমুল উপজেলা সদরের চৌধূরী পাড়ার আমিনুল ইসলামের ছেলে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুরে থানার পেছনে একটি মাঠে হাফেজ আব্দুল ওয়াহেদ শিমুলসহ কয়েকজন জমি মাপ করছিলেন। হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে ছিটেফোটা বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিমুল আহত হন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

আব্বাস আলী/এফএ/এমএস