দেশজুড়ে

ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় ইমতিয়াজ আহমেদ সিহাব (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সদরের বন বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিহাব কালিহাতী পৌরসভার সালেংকা গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দর আলী বলেন, দুপুরের দিকে সিহাব মোটরসাইকেল নিয়ে কালিহাতী থেকে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বন বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিহাব মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

আরিফ উর রহমান টগর/এফএ/এমকেএইচ