ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া গ্রামে কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরাফাত হোসেনকে (২২) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু।
নিহত আরাফাত ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শৈলকুপার কচুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পিয়ার আলী জানান, জেলা সদরের শেখপাড়া গ্রামের আরাফাত হোসেন ও তার বাবা জাহাঙ্গীর হোসেন বাড়ির পাশে ক্রয়কৃত একটি জমি গতকাল দুপুরে ঘিরতে যান। এ সময় পার্শ্ববর্তী জমির মালিক একই গ্রামের মৃত রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল বাধা দেয়। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে তারা গাছের ডাল দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে। তখন তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/জেআইএম