টাঙ্গাইলের কালিহাতীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই ইউনিয়নের ধুনাইল গ্রামের মৃত. মোকছেদ আলীর ছেলে বাদশা (৫৫)।
স্থানীয়রা জানান, বাদশা নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাংকের ভেতরে স্যান্টারিং (বাঁশ-কাঠ) খোলার জন্য নিচে নেমে আর উঠতে পারছিলেন না। পরে এক লোক চিৎকার দিলে স্থানীয়রা দৌঁড়ে গিয়ে রশি ও বাঁশ দিয়ে উপরে উঠানোর চেষ্টা করে। তবে তারা ব্যর্থ হন। পরে কালিহাতী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সেপটিক ট্যাংকের ইটের দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর কালিহাতী থানা পুলিশের ওসি ও উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মৃত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়।
আরিফ উর রহমান টগর/এমএএস/এমকেএইচ