গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে বন্দর নগরী চট্টগ্রামে দুটি নতুন সেবা চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি রবি। নগরীর অলঙ্কার ও মোহোরাতে সম্প্রতি সেবা কেন্দ্র দুটি চালু করা হয়েছে। রবি’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বন্দরনগরীতে আরো মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে এ কেন্দ্রগুলো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রবি’র। রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ নতুন সেবা কেন্দ্র দুইটির উদ্বোধন করেন। এ সময় রবির মার্কেট অপারেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ, কাস্টমার এক্সপেরিয়েন্সের ভাইস প্রেসিডেন্ট বর্ণা আহমেদ, চট্টগ্রাম মেট্রোর রিজিওনাল ম্যানেজার রেজওয়ান হামিদ সেজান এবং পিপল অ্যান্ড করপোরেট ডিভিশনের ম্যানেজার লুৎফর বারী উপস্থিত ছিলেন। আরএম/জেডএইচ/পিআর