দেশজুড়ে

ধান তুলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালী এলাকায় বজ্রপাতে মাসুদ রানা (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্র মাসুদ রানা খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের সরদার মতিয়ার রহমানের ছেলে। সে পাটকেলঘাটার জেসিএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৪টায় চোমরখারী বিলে ধান তুলতে গেলে বজ্রপাতে গুরতর আহত হয় মাসুদ। এরপর তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ধান তুলতে গিয়ে বজ্রপাতে ছেলেটি আহত হয়। দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর