পটুয়াখালীর বাউফল উপজেলার একটি গাছ থেকে ২৫ বছরের অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৪ মে) বিকেল ৩টার দিকে উপজেলার কালাইয়া লোহালিয়া সড়কের পূর্ব নওমালা বড় ব্রিজের পশ্চিম পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, সোমবার দুপুর ১টার দিকে এক টমটমচালক গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়। ওই যুবককে এই এলাকায় আগে কখনও দেখিনি আমরা।
বাউফল থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর