দেশজুড়ে

শ্রীপুরে ১২০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের দারগাচালা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. শহিদুল ইসলাম (৩৬) চট্টগ্রামের সাতকানিয়া থানার খাগরিয়া গ্রামের আ. ছাত্তারের ছেলে ও মো. সেলিম (২০) ময়মনসিংহের ভালুকা থানার গোয়াইর গ্রামের ফজলুল হকের ছেলে।

শহিদুল শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে দারগারচালা এলাকায় শ্বশুরবাড়িতে ও সেলিম ওই এলাকা ভাড়া থেকে মাদক কেনাবেচা করতেন বলে জানিয়েছেন শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক।

তিনি আরও বলেন, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ও সেলিম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় শহিদুলের প্যান্টের পকেট থেকে এক হাজার ও সেলিমের প্যান্টের পকেট থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।

শিহাব খান/এএম/এমকেএইচ