গাজীপুরের কালীগঞ্জে নিজের মার্কেটের দোকান ভাড়া মওকুফ করলেন আইয়ুব সাবের টিপু নামে এক প্রবাসী। গত মার্চ ও এপ্রিল মাসের ভাড়া মওকুফসহ যতদিন করোনার কারণে দোকান বন্ধ থাকবে ততদিন তিনি মার্কেটের দোকান ভাড়া নেবেন না বলে ভাড়াটিয়াদের জানিয়েছেন।
শুক্রবার (৮ মে) সকালে প্রবাসী আইয়ূব সাবের টিপু স্কটল্যান্ড থেকে টেলিফোনে কালীগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন হাসনাহেনা কমপ্লেক্সের ভাড়াটিয়াদের এ তথ্য জানান। বিষয়টি ওই কমপ্লেক্সের কয়েকজন ভাড়াটিয়া সাংবাদিকদের নিশ্চিত করেন।
প্রবাসী আইয়ুব সাবের টিপু কালীগঞ্জ পৌর এলাকার চৌড়া ভাদগাতী গ্রামের মৃত আশরাফ উজ্জামান ননী মিয়ার ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে টিপু মেজো। তিনি দীর্ঘ ২৫ বছর ইতালিতে বসবাসের পর গত ২০১৪ সাল থেকে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে সপরিবারে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বসবাস করছেন। সেখানে তিনি নিজের ব্যবসার পাশাপাশি স্কটল্যান্ড ভিত্তিক বাংলা কমিউিনিটিদের জন্য প্রকাশিত ‘বাংলা স্কট’ নামে একটি নিউজ পোর্টালের গ্লাসগো প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।
জানা গেছে, প্রবাসী আইয়ুব সাবের টিপু স্ত্রী বাকীয়া চৌধুরী লতার মায়ের কাছ থেকে পাওয়া সূত্রে কালীগঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন হাসনাহেনা কমপ্লেক্সের দুটি ফ্লোর ও তিনটি দোকান ঘরের মালিক হন। এর মধ্যে একটি ফ্লোরের কাজ এখনও অসম্পন্ন রয়েছে। বাকি একটি ক্লোরে রয়েছে আবাস নামে একটি চাইনিজ রেস্টুরেন্ট। আর তিনটি দোকানের মধ্যে রয়েছে দুটি মোবাইল এক্সেসরিজের দোকান, অন্যটি বিউটি পার্লার। ওই তিনটি দোকান ও চাইনিজ রেস্টুরেন্ট থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা ভাড়া পান তিনি।
প্রবাসী আইয়ুব সাবের টিপু জানান, করোনা পরিস্থিতির কারণে গত দুই মাস ধরে তার মার্কেটের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দুটি মোবাইল এক্সেসরিজের দোকান ও একটি বিউটি পার্লার বন্ধ রয়েছে। এ সময়ে ভাড়াটিয়ারা কোনো ব্যবসা করতে পারেননি। এ কারণে মার্চ ও এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন। যদি সামনে আরও বন্ধ থাকে তাহলে তিনি সামনের মাসের ভাড়াও নেবেন না বলে জানান।
ভাড়াটিয়া আলামিন বলেন, দুই মাস ধরে আমাদের ব্যবসা বন্ধ। এ সময়ে আমরা ঘরে বসে। আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। এ অবস্থায় দোকান মালিক প্রবাসী আইয়ুব সাবের টিপু ভাড়া মওকুফ করায় আমাদের অনেক উপকার হয়েছে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান বলেন, রেমিটেন্স যোদ্ধা হিসেবে সব সময় দেশের মানুষ প্রবাসীদের কাছে ঋণী। এবার দেশের এই করোনা মহামারিতে প্রবাসী আইয়ুব সাবের টিপু তার মার্কেটের দোকান ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। এভাবে তার মত কালীগঞ্জের অন্য মার্কেট ও দোকান মালিকরা এগিয়ে আসলে বাজারের ব্যবসায়ীরা উপকৃত হবেন। আব্দুর রহমান আরমান/আরএআর/এমএস