দেশজুড়ে

মির্জাপুরে ধান কাটলেন মেডিকেলের পরিচালক

টাঙ্গাইলের মির্জাপুরে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধান কাটার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের পরিচালক ডা. শরিফুল ইসলাম।

শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধান কাটার উদ্বোধন করেন তিনি।

এ সময় টাঙ্গাইল জেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হুমায়ুন তালুকদার, উপজেলা যুবলীগ নেতা মো. তোজাম্মেল হোসেন তালুকদার টিটুসহ এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, এ বছর মির্জাপুর উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে ২১ হাজার হেক্টর জমিতে। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সারাদেশে অঘেষিত লকডাউন চলছে। এজন্য ধান কাটার শ্রমিক আসতে পারছেন না।

সম্প্রতি সরকার কৃষি বিভাগের মাধ্যমে ৫০ ভাগ ভর্তুকি দিয়ে মির্জাপুরে চারজন কৃষককে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন ও একটি রিপার মেশিন দিয়েছে। এই কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্যে স্বল্প খরচে কম সময়ে কৃষক তার আবাদকৃত জমির ধান কেটে ঘরে তুলতে পারবেন বলে তিনি জানান।

এরশাদ/এফএ/পিআর