দেশজুড়ে

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আবুল কালাম (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার রাতে তার মৃত্যু হয়।

আবুল কালাম নওগাঁর সাপাহার থানার ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে। তিনি ২০১০ সালে কদমতলী থানায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার রত্না রায় জানান, শনিবার রাতে আবুল কালম হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে কাশিমপুর কারাগার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/এফএ/এমকেএইচ