লাইফস্টাইল

ইফতারে থাকুক আলু পাকোড়া

ইফতারের জন্য পাকোড়া তৈরি করতে চান কিন্তু সবজি নেই? বাসায় আলু আছে তো? তাহলে আলু দিয়েই তৈরি করে নিন সুস্বাদু পাকোড়া। ভাবছেন, শুধু আলু দিয়ে পাকোড়া হবে তো? একবার তৈরি করেই দেখুন না! জেনে নিন রেসিপি-

উপকরণ :১০০ গ্রাম বেসন১টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি৩টি আলু কুচি করা১ চা চামচ লবণ১ চা চামচ হলুদ২টি মরিচ কুচি করাধনিয়া পাতা১/২ চা চামচ মরিচ গুঁড়া১/২ চা চামচ জিরা গুঁড়াপানি পরিমাণমতোতেল পরিমাণমতো।

প্রণালি: বেসনের সঙ্গে সব মশলা এবং লবণ মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। বেসনের মিশ্রণের সঙ্গে পেঁয়াজ, আলু, ধনিয়া পাতা, মরিচ কুচি মেখে নিন। ডুবো তেলে মচমচে করে ভেজে সস দিয়ে পরিবেশন করুন।

এইচএন/জেআইএম