হন্ডুরাসে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫ জন। রাজধানী তেগুচিগাল্পা থেকে ১২৪ কিলোমিটার দূরে স্যান জুয়ান ডি অপোয়া শহরে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাসটি রাস্তা থেকে ছিটকে একটি খাদে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬৯ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন দেশটির জরুরি ব্যবস্থাপনা বিভাগের কমিশন মরিস আলভারাডো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উত্তরাঞ্চলীয় শহর চোলোমা থেকে যাচ্ছিল। কর্মকর্তারা বাসটি দুঘর্টনায় পড়ার কারণ খতিয়ে দেখছেন বলে জানান তিনি।-রয়টার্স