টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জমির (২০) নামে এক নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে উপজেলার ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে এ ঘটনা ঘটে। নিহত জমির বাতে ভুগোল হাট গ্রামের আবজাল আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকালে মাটিবাহী ট্রাক্টরটি ভাদ্রা-দপ্তিয়র সড়কের ধুনাইলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক লাফিয়ে রক্ষা পেলেও হেলপার জমির সড়কের পাকায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ জানান, দুর্ঘটনকবলিত গাড়ি ও মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম