দেশজুড়ে

সাতক্ষীরায় অসহায়দের চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প করা হয়।

সেমাবার সকাল ১০টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে কর্নেল ডা. ফারহানার নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল দিনব্যাপি এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় সেনাবাহিনীর মেডিকেল অফিসার মেজর মশিউর, মেজর আহসান, মেজর সেবার, মেজর ক্যাপ্টেন মাহমুদা, ক্যাপ্টেন নওরীন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্প গঠন ও ব্যবস্থপনার দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন সাকিব। চিকিৎসা সেবা প্রদানকালে বিভিন্ন রোগাক্রান্ত অসহায় মানুষের মাঝে বিনামুল্যে ৫২ প্রকার ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপত্র দেয়া হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মানুষ সেনাবাহিনীর এ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর