নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে একই ইউনিয়নের মেম্বাররা অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
রোববার (১০ মে) বিকেল ইউনিয়নের আটজন মেম্বার স্বাক্ষরিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে এ অনাস্থা প্রস্তাব দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন মেম্বারদের সঙ্গে অসদাচরণ করেন। নিয়ম বহির্ভূতভাবে পরিষদের অধিকাংশ কাজ চেয়ারম্যান নিজে না করে তার ছেলে শেখ আহসান উল্লাহ মুক্তি ও ইউপি সচিবকে দিয়ে করিয়ে নেন। এছাড়া সরকারি বরাদ্দ, ত্রাণ, কাবিখা, কাবিটা, টিআর, হাটের অর্থ, রাজস্ব খাতের অর্থ ও ইউপি ট্যাক্সের অর্থ আত্মসাতের কথাও উল্লেখ করা হয়েছে। দুর্যোগপূর্ণ অবস্থায় করোনাভাইরাসের ত্রাণ ইউপি সদস্যদের না জানিয়ে তার ছেলে ও ইউপি সচিবকে দিয়ে ভাগবণ্টন করিয়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ইউপি মেম্বারদের নির্দিষ্ট করে বসার কোনো ঘর নেই। কিন্তু চেয়ারম্যান নিয়ম বহির্ভূতভাবে তার ছেলেকে পরিষদের দোতলায় একটি ঘর দিয়ে রেখেছেন। পাশাপাশি তার ছেলেকে দিয়ে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা ইউপি মেম্বারদের অবগত না করে বণ্টন করেন। ইউপি মেম্বারদের সঙ্গে আলোচনা না করে চেয়ারম্যান নিজের ইচ্ছামতো পরিষদের কার্যক্রম করছেন।
ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আজাদুল ইসলাম বলেন, প্রতি বছর টিআর-কাবিখা প্রকল্পের যে বরাদ্দ আসে কোন খাতে কিভাবে ব্যয় করা হবে; চেয়ারম্যান আমাদের সঙ্গে আলোচনা না করে নিজের ইচ্ছামতো ছেলেকে নিয়ে খরচ করেন। আমরা জানতে চাইলেও চেয়ারম্যান কর্ণপাত করেন না। এছাড়া আমাদের মেম্বারদের জন্য প্রতি মাসে যে চার হাজার ৬০০ টাকা সম্মানী দেয়ার কথা সেটাও দেয়া হয় না। গত চার বছরে মাত্র আট মাসের সম্মানী পেয়েছি। বাকি টাকা মনে হয় তিনি আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আয়েন উদ্দীন বলেন, আমি ইউপি চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর থেকেই একটি পক্ষ আমার বিরুদ্ধে গুজব রটাতে উঠেপড়ে লেগে আছে। কিন্তু কোনোভাবেই তারা পেরে উঠতে পারছে না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। ট্যাক্সের টাকা থেকে আমিসহ মেম্বারদের সম্মানী দেয়া হয়। মেম্বাররা যে কয় মাসের সম্মানী পেয়েছেন আমিও তা পেয়েছি। এখানে আত্মসাতের ঘটনা ঘটেনি।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তাহির বলেন, ওই ইউনিয়নের মেম্বাররা একটি অনাস্থাপত্র দিয়েছেন। সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
আব্বাস আলী/এএম/এমএস