দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার পুনট্রি ইউনিয়নের পুনট্রি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুনট্রি গ্রামের হেমন্ত রায়ের স্ত্রী সাবিত্রী রাণী রায় (৫৫) এবং তাদের মেয়ে শাপলা রাণী রায় (৩৫)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মা-মেয়ে মিলে ঘরের বারান্দা পরিষ্কার করছিলেন। ভেজা কাপড় সরাতে গিয়ে মেয়ে শাপলা রাণী রায় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। মা সাবিত্রী রাণী মেয়েকে বাঁচানোর জন্য হাত ধরে টান দিতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। দ্রুত তাদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার সময় মা-মেয়ে দুজনই মারা যান।

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/বিএ