দেশজুড়ে

নীলফামারীতে স্বাস্থ্যকর্মীসহ আরও সাতজনের করোনা শনাক্ত

নীলফামারীতে আরও সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মা-ছেলে ও দুই স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬১ জনে।

শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ এ তথ্য নিশ্চিত করেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন করে করোনা শনাক্ত সাতজনের মধ্যে জেলার ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে মা (৫৭) ও ছেলে (৩০), ডোমার উপজেলা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী, জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট এলাকার চা দোকানদার (৩০), কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালের এক ভ্যাকসিন ক্যারিয়ার (৪০) ও সৈয়দপুর হাসপাতাল এলাকার ৪০ ও ৪৫ বছর বয়সী দুইজন রয়েছে।

 

গত ১০ মে নীলফামারীতে একই পরিবারের ৬ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। 

জাহেদুল ইসলাম/জেডএ