নীলফামারীতে এক পরিবারের ৬ জনের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১০:২৬ পিএম, ১০ মে ২০২০

নীলফামারীতে চিকিৎসকসহ আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

এর মধ্যে এক চিকিৎসক ও এক পবিবারের ছয়জনসহ ১২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জনে দাঁড়াল। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে জেলার ডিমলা উপজেলা হাসপাতালের এক নারী চিকিৎসক (২৫) করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এক পরিবারের ছয়জন আক্রান্ত হয়েছেন। নতুন রোগীর সংখ্যা ১২ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫২ জনে দাঁড়াল।

নতুন করে আক্রান্তদের মধ্যে জেলা সদরের সাতজন, ডোমারের দুইজন, সৈয়দপুরে পাঁচ মাসের শিশু ও তার মাসহ দুইজন ও ডিমলায় একজন।

জাহেদুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।