রংপুর নগরীর দর্শনা মোড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে গুরতর আহত শিশু আব্দুস সালাম মারা গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতু্য হয়।এর আগে ওই দুর্ঘটনায় মারা যায় সালামের বড় ভাই শরিফুল ও তাদের বোন সুমাইয়া। সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী। সোমবার বিকেলে তারা বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলযোগে বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বগুড়া থেকে সৈযদপুরগামী জিসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস দর্শনা মোড় এলাকায় পৌঁছে বাইসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি সারুডোব গ্রামের শফিকুলের মেয়ে সুমাইয়া আক্তার (৬) ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরতর আহত হয় দর্শনা এলাকার আব্দুল মমিনের ছেলে শরিফুল (১৩) ও সালাম (৮)। পরে ওই দু’জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শরিফুলকে মৃত ঘোষণা করেন। জিতু কবীর/এসএস/এমএএস/পিআর