ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় বিশেষ সতর্কতা জারি করা হলেও পটুয়াখালীতে এখনও এর প্রভাব পড়েনি। সোমবার সকাল থেকেই আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। যদিও নদীতে জোয়ারের পানি সামান্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে।
শহরের স্বনির্ভর রোর্ড এলাকার বাসিন্দা রনি জানান, আজ জোয়ারের সময় নদীর পানি স্বাভাবিকের চেয়ে একটু বেশি ছিল। এছাড়া আম্ফানের কোনো প্রভাব এখনও পড়েনি।
পটুয়াখালীর আবহাওয়া পর্যবেক্ষক মাহবুবা সুখি জানান, সর্বশেষ রিডিং অনুযায়ী পটুয়াখালীর তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে আজ মধ্যরাত থেকে আবহাওয়া বদলে যেতে পারে, রাতে হালকা বৃষ্টি হতে পারে।
তিনি আরও বলেন, দুদিন পরে ২০ মে সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড় আম্ফান এই অঞ্চলে আঘাত হানতে পারে।
এদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যলয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিষয় মাথায় রেখে ঘুর্ণিঝড় মোকাবেলায় সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমকেএইচ