উপকূলীয় সাতক্ষীরায় ১৪৮ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান। বুধবার (২০ মে) রাত ৯টায় এ গতিবেগ রেকর্ড করা হয়। এর মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী।
তিনি বলেন, বিকেল ৪টা থেকে ১৭-২০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড়টি। ধীরে ধীরে এর মাত্রা বেড়েছে। মূল আঘাতটি শুরু হয়েছে রাত ৮টার পর। রাত ১০টা পর্যন্ত ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতিবেগে আঘাত হানছে ঘূর্ণিঝড়টি। এর মাত্রা আরও বাড়বে। এভাবে কতক্ষণ চলবে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় এলাকার নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে লোকালয়। সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় ঝড়ের কবলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ