দেশজুড়ে

আম্ফানে মানুষজনকে রক্ষায় সরকার আগে থেকেই প্রস্তুত ছিল

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সরকারের তরফ থেকে আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। উপকূলীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।তাদের জন্য খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সকল ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণকে ভালো রাখার জন্য সব সময়ই যুগোপযোগী সিদান্ত নেয়। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে অসহায় ও দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি।যতদিন বেঁচে থাকবো মনোহরদী-বেলাবো'র কোনো মানুষ না খেয়ে থাকবে না। যেকোনো দুযোর্গ মুহূর্তে সরকার ও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।আগামীতেও মানুষের পাশেই থাকবো।

মনোহরদী-বেলাব উপজেলার আওয়ামী লীগের আড়াই হাজার তৃণমূল নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে শিল্পমন্ত্রীর বাড়িতে মনোহরদী উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং বেলাব উপজেলার ৮টি ইউনিয়নের এসব নেতাকর্মীর হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর ছেলে জেলা আওয়ামী-যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, নরসিংদী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান তামান্না, মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, সকল ইউনিউনের চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও অনেক নেতাকর্মী।

সঞ্জিত সাহা/এমএএস/পিআর