দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রহমত (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার চন্ডিপুর সাঁওতাল পাড়া এলাকার আলিম ওরফে শামসুল হকের ছেলে। গতকাল সোমবার রাতে উপজেলার রাজধানী মোড় এলাকার একটি মুরগি খামার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে চালান দেয়া হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এমএএস/এমএস