বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৩২২ জন। শনিবার (৩০ মে) রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়ায় নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৩ জন পুরষ ও ছয়জন নারী রয়েছেন। এর মধ্যে বগুড়া সদর উপজেলার ২০ জন, শাজাহানপুরের দুইজন, দুপচাচিয়ার একজন, শেরপুরের তিনজন, আদমদীঘির একজন ও ধুনট উপজেলা দুইজন করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাব থেকে পাঠানো ১৮৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে বগুড়ার ১৫৬ নমুনা পরীক্ষা করে ২৯ জনের পজিটিভ ও জয়পুরহাটের ৩২ জনের মধ্যে দুইজনের পজিটিভ রিপোর্ট আসে। বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩২২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। মৃত্যু হয়েছে একজনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ৩০২ জন।
আরএআর/পিআর