দেশজুড়ে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে শ্বাসরোধে হত্যা

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। রোববার বিকেলে দেশটির আমটাটা শহরে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিনের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামে।

নিহতের বাবা আবদুর রব জানান, গত এক যুগেরও বেশি সময় ধরে তার দুই ছেলে জসিম উদ্দিন ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। সেখানে তারা একটি মুদি দোকান দিয়েছেন। রোববার বিকেলে দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা জসিমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে লাশ রাস্তার পাশে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, উপজেলার পালিগিরি গ্রামের এক যুবক দক্ষিণ আফ্রিকায় নিহত হয়েছেন বলে তিনি শুনেছি।

রাশেদুল হাসান/এফএ/পিআর