ইতালিতে বিএনপি নেতা চাঁদপুর হাজীগঞ্জের কৃতি সন্তান সাবেক এমপি এম এ মতিনের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের টিএমসি মসজিদে চাঁদপুর জেলা সমিতির আয়োজনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, নবগঠিত চাঁদপুর জেলা সমিতির সভাপতি নাসির উদ্দীন মানিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য মোয়াজ্জেম হোসেন মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রয়াত মতিনের জন্য বিশেষ দোয়া মোনাজাতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। ইতালি চাঁদপুর জেলা সমিতি গভীর সমবেদনা জানান তার পরিবারের জন্য। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন রশিদ। মিলাদ মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন।
এমআরএম