দেশজুড়ে

স্ত্রীর ইটের আঘাতে প্রাণ গেল স্বামীর

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ইটের আঘাতে আরশাদ গাজী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শাহিদা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (১০ জুন) রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের প্রতাপনগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরশাদ গাজী প্রতাপনগর গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে রাতে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী শাহিদা বেগম স্বামী আরশাদ আলীকে ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কী নিয়ে ঝগড়া হয়েছে বিস্তারিত জানি না।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এরপর স্ত্রী শাহিদা বেগম ইট দিয়ে স্বামীর মাথা ও মুখে আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই জলিল গাজী। ওই মামলায় স্ত্রী শাহিদা বেগমকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ