গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. হানিফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার হাবিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন।
পুলিশের দাবি- নিহত হানিফ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায়, মাদক, অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
নিহত হানিফ মাদারীপুরের কালকিনি থানার সাহেব রামপুর এলাকার কাঞ্চন সিকদারের ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) সুলতান মিয়া, কনস্টেবল আব্দুল মালেক ও সুমন মিয়া।
কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুফতি মাহমুদ জানান, কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকার ঘেঘা মজিবর রহমানের মেয়েকে বিয়ে করেন হানিফ। বিয়ের পর থেকে তিনি তার শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। সেখানে থেকে তিনি মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ নানা অপকর্ম করে বেড়াতেন। তার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, বুধবার রাতে পুলিশ গোপন সংবাদে জানতে পারে সন্ত্রাসী হানিফসহ বেশ কয়েকজন হাবিবপুর এলাকায় ঝিকঝাক মাঠের পাশে অবস্থান করছে। রাত ৩টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুগলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসী হানিফ গুলিবিদ্ধ হন। অন্যরা দৌড়ে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মুফতি মাহমুদ জানান, ঘটনার সময় পুলিশের চার সদস্য আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দেশীয় তৈরি এলজি বন্ধুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর