ফরিদপুরের মধুখালীতে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধর করায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে মধুখালী পেঁয়াজ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম মীর্জা ইমরুল কায়েশ (৫২)। তিনি মধুখালী পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। এছাড়া তিনি মধুখালী পেঁয়াজ বাজারের একজন আড়তদার।
ওই আওয়ামী লীগ নেতা যে পুলিশ সদস্যকে মারধর করেছেন তিনি হলেন নাজমুল হোসাইন (২৮)। তিনি কনস্টেবল হিসেবে মাদারীপুর হাইওয়ে পুলিশের হয়ে ফরিদপুরে কর্মরত রয়েছেন। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা গ্রামের বাসিন্দা।
মধুখালী থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মধুখালী পেঁয়াজ বাজারে পেঁয়াজ বিক্রি করতে যান পুলিশ সদস্য নাজমুল। তিনি আড়তদার ইমরুলের আড়তে পেঁয়াজ বিক্রি করেন। পেঁয়াজ কিনে টাকা দেয়ার সময় দেরি করেন ইমরুল। পুলিশ সদস্য নাজমুল টাকা পেতে দেরি করায় ক্ষোভ প্রকাশ করলে ইমরুলের কয়েকজন শ্রমিক এসে পুলিশ সদস্য নাজমুলকে মারধর করেন। পরে মধুখালী থানার পুলিশ এসে নাজমুলকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ওই সময় ইমরুলকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ সদস্য নাজমুলের মামা মোস্তাক আহমেদ বাদী হয়ে ইমরুলসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় ইমরুলকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি বর্তমানে মধুখালী থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।
বি কে সিকদার সজল/এএম/এসআর