সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে এখন তরুণদের সবচেয়ে বেশি আগ্রহ। আর তাই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল শিগগিরই বাজারে আনার ঘোষণা দিয়েছে মার্কেটেভার। আগামী মাসেই এটি বাজারে আসবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।মার্কেটেভারের প্রতিষ্ঠাতা আল-আমিন কবির জানান, অ্যামাজন অ্যাফিলিয়েট মাকের্টিং নিয়ে কাজ করার সময় একটা সমস্যা লক্ষ্য করেছি, বাংলায় তো নয়ই, ইংরেজিতেও আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ভাল কোন স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল নেই। এরপর আমাদের প্রতিষ্ঠান থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের স্ট্রাটেজি নিয়ে একটা ভিডিও টিউটোরিয়ালের পরিকল্পনা করি আজন রকস্টার (Azon Rockstar) নামে আমরা এই অনলাইন ভিডিও লেসন নিয়ে কাজ করছি গত ছয়মাস। কাজ করার সময় একটা জিনিস আমরা মাথায় রেখেছি, বাংলাদেশিদের প্রাধান্য দিতে হবে। তাই ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য ইংলিশ টিউটোরিয়াল করলেও বাংলাদেশিদের জন্য বাংলা সংস্করণ থাকছে।স্ক্রিপ্ট এবং স্ট্রাটেজি ও ম্যাটেরিয়াল একই থাকবে, কেবল ভাষা দুটি থাকবে। তবে বাংলা ভাষার সংস্করণটিই প্রথমে রিলিজ করা হবে বলে জানান আল-আমিন কবির।আজন রকস্টার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে: marketever.com/azon-rockstar বিজ্ঞপ্তি।এআরএস/পিআর