দেশজুড়ে

গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবায় সেনাবা‌হিনী

জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত তিন শতা‌ধিক গর্ভবতী নারীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবা‌হিনী। সোমবার (২২ জুন) দিনব‌্যা‌পী শরীয়তপুর সরকা‌রি ক‌লেজ ক‌্যাম্পা‌সে সাভার সেনানিবাস ও ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এ চিকিৎসাসেবা দেয়া হ‌য়।

এ সময় সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার তৌহিদ মুরাদ, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমা‌ন্ডিং অফিসার লে. কর্নেল সা‌মি উদ দৌলা চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

সেনা কর্মকর্তারা জানান, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবা‌র্ষিকী উপল‌ক্ষে গর্ভব‌তী মা‌য়ে‌দের জন‌্য এ সেবার আয়োজন করা হয়েছে। মা‌য়েরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন।

নাম প্রকা‌শ্যে অনুচ্ছুক ক‌য়েকজন গর্ভব‌তী নারী জানান, করোনার সময় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডাক্তাররা চিকিৎসা দিতে অনেকটা ভয় পাচ্ছেন। সেনাবা‌হিনীর ফ্রি সেবা ও ওষুধ পেয়ে আমরা উপকৃত হয়েছি।

২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমা‌ন্ডিং অফিসার লে. কর্নেল সা‌মি উদ দৌলা চৌধুরী বলেন, করোনা মোকাবেলা একটা যুদ্ধ। এই যুদ্ধের মাঝেও সেবা প্রদান করাই আমাদের কাজ। এ যুদ্ধে আমাদের নৈতিক দায়িত্ব পালন করছি মাত্র। সংকটকালে দেশের প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা, পরীক্ষা, গর্ভকালীন সহায়ক সামগ্রী ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছি।

ছ‌গির হো‌সেন/আরএআর/জেআইএম