লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘লালমনিরহাট বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’র উপদেষ্টা পরিচয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেয়ার কথা বলে এক অসহায় পরিবারের কাছ থেকে ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন মতিয়ার রহমান মতিন এক প্রতারক। এ ঘটনায় চাকরি প্রত্যাশী ফারহিমা খাতুনের মা রশিদা বেগম প্রতারক মতিয়ার রহমান মতিনের (৪৫) বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, মতিয়ার রহমান মতিন ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরুতে পারেননি। দিনমজুর কদর উদ্দিন ওরফে যদুর ছেলে মতিয়ার রহমান স্থানীয় ও জাতীয় পর্যায়ের খ্যাতিমান ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনের নাম পরিচয় ব্যবহার করে চাকরি দেয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। মতিয়ার রহমান রাতের আঁধারে বাড়িতে আসেন আবার রাতের আঁধারে ঢাকায় ফিরে যান।
অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম নাওহাটা এলাকায় কদর উদ্দিন ওরফে যদুর ছেলে মতিয়ার রহমান মতিন (৪৫)। মতিন লালমনিরহাট জেলার বঙ্গবন্ধু ছাত্র পরিষদের একজন উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানের কাছের লোক বলে নিজেকে বলে পরিচয় দেন। এই পরিচয়কে ব্যবহার করে উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম নাওহাটা এলাকায় ফজলুল হকের কলেজ পড়ুয়া মেয়ে ফারমিনা খাতুনকে (২১) প্রাথমিক বিদ্যালয়ের চাকরি দেয়ার কথা বলে গত বছর ২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। চাকরি দিতে না পেরে টাকা ফেরত দেয়ার নামে করে শুরু করেন তালবাহানা। টাকা ফেরত চাইলে অসহায় ও গরিব পরিবারটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখে নেয়ার হুমকি দেন মতিয়ার রহমান।
চাকরি প্রত্যাশী ফারহিমা খাতুনের মা অভিযোগকারী রশিদা বেগম বলেন, আমরা গরিব মানুষ। দিন এনে দিন খাই। আমার মেয়ে চাকরি খুঁজছে এমন খবর জানতে পেরে মতিয়ার রহমান আমার বাড়িতে আসে ও নিজেকে অ্যাডভোকেট মতিয়ার রহমানের কাছের মানুষ ও ‘লালমনিরহাট বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’এর উপদেষ্টা পরিচয় দিয়ে আমাকে বিভিন্নভাবে প্ররোচিত করে। একপর্যায়ে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তাকে ২ লাখ ১০ হাজার টাকা দিই। কিছুদিন পর জানতে পারি মতিয়ার রহমান মতিন একজন নির্মাণ শ্রমিক। তিনি ঢাকায় নির্মাণ শ্রমিকের কাজ করেন। চাকরি দেয়ার নাম করে ভূয়া পরিচয়ে এলাকার আরও অনেক মানুষের টাকা হাতিয়ে নিয়েছে সে। উপায় না পেয়ে পাটগ্রাম থানায় মতিয়ার রহমান মতিনের বিরুদ্ধে অভিযোগ করি।’
অভিযুক্ত মতিয়ার রহমান মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে তাৎক্ষণিক ফোনকল কেটে দেন তিনি। এরপর একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
লালমনিরহাট ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’র সভাপতি তন্ময় আহম্মদ নয়ন বলেন, আমার পরিষদের নাম ভাঙিয়ে মতিয়ার রহমান মতিন প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। আমি তাকে চিনি না।
এ বিষয়ে বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাবিউল হক মিরন বলেন, মতিয়ার রহমান মতিন একজন প্রতারক। সে আওয়ামী লীগের কোনো কিছুই না। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
লালমিরহাট জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান মতিন নামে কাউকে চেনেন না বলে জানান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, রশিদা বেগম নামে এক নারী মতিয়ার রহমানের বিরুদ্ধে প্রতারণা ও চাকরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন। বিষয়টি আমি গুরুত্বের সঙ্গে দেখছি।
রবিউল হাসান/এফএ/এমকেএইচ